Russia-Ukraine Peace Talk
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: টানা ৫ ঘণ্টা বৈঠক। তাতেও মিলল না রফাসূত্র। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আপাতত থামার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আশার খবর, দু’পক্ষই দ্বিতীয় দফা আলোচনার জন্য রাজি হয়েছে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এই খবর জানিয়েছে।

বেলারুশে বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি গোমেলের বলেছেন, “আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছি।” অর্থাৎ দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা জিইয়ে রেখেছেন রাশিয়ার প্রতিনিধি। সূত্রের খবর, পরবর্তী বৈঠক বসতে পারে পোল্যান্ড-বেলারুশ সীমান্তের কোনও শহরে। বৈঠকে নিঃশর্তে ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কিয়েভের প্রতিনিধি।

তবে কবে দ্বিতীয় দফার বৈঠক বসবে তা এখনও স্থির হয়নি। দুই দেশের প্রতিনিধিরাই পরে তা স্থির করবেন। যদিও আলোচনা শুরু হলেও হিংসার বিরাম নেই ইউক্রেনে।

Share it