Russia-Ukraine War
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি এক ভারতীয় ছাত্র। মঙ্গলবার রুশ হামলার মুখে পড়ে মৃত্যু হয় ভারতীয় পড়ুয়ার। বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, খারকিভে বোমা বিস্ফোরণের ফলে এই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।

এই প্রথম ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল। জানা গেছে নিহত ভারতীয় পড়ুয়ার নাম নবীন। তিনি কর্ণাটকের বাসিন্দা। যদিও বিদেশমন্ত্রকের তরফে ওই পড়ুয়ার পরিচয় প্রকাশ করা হয়নি। ইউক্রেনে মেডিক্যাল পড়তে গিয়েছিলেন নবীন। মঙ্গলবার সকালে খারকভে হেভি শেলিং চলাকালীন তাঁর মৃত্যু হয়।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি মঙ্গলবার সকালে খারকভে শেলিংয়ের সময় এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা রাশিয়া এবং ইউক্রেনে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ফের ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর ব্যাপারে জোর দিতে বলেছি।”

Share it