Rashid Khan
Share it

আফগানিস্তানের ক্ষমতা তালিবানের হাতে চলে আসায় রীতিমত আতঙ্কিত বিশ্বের একনম্বর অলরাউন্ডার রশিদ খান। তিনি এই মুহূর্তে ইংল্য়ান্ডে থাকলেও দেশে তাঁর পরিবার রয়েছে। তাঁদের নিয়ে টুইটারে দুঃশ্চিন্তা প্রকাশ করেছেন আফগানিস্তান জাতীয় দলের এই ক্রিকেটার।


এই মুহূর্তে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে ব্যস্ত রশিদ খানরা। রয়েছেন আরও এক জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ নবি। সেখানে হান্ড্রেড টুর্নামেন্ট খেলছেন তাঁরা। রশিদের দল ট্রেন্ট রকেটস ও নবির ফ্র্যাঞ্চাইজি লন্ডন স্পিরিটস। তবে এখন খেলায় মনোসংযোগ করতে পারছেন না রশিদরা। রীতিমত দুঃশ্চিন্তায় রাতের ঘুম চলে গেছে তাঁদের।

Share it