Taliban Afghanistan
Share it

প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকে মোচ্ছব শুরু করে দিল তালিবানরা। রবিবারই আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢোকে তালিবান প্রতিনিধিরা। সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়েছেন। আর এই সুযোগেই মৌরসী পাট্টা সাজিয়ে বসেছে তালিবানরা।


Viral Video-টিতে দেখা যাচ্ছে, রাজকীয় সোফায় পা তুলে বসে খাওয়া দাওয়া ও মদ্যপান করছে তালিবানরা। চলছে হাসি ঠাট্টা মস্করা। অন্যদিকে প্রাণভয়ে দেশ ছাড়ছেন নাগরিকরা। উড়ন্ত বিমান থেকেই বেশ কয়েকজন পড়ে প্রাণ হারিয়েছেন। কাবুল বিমানবন্দরে দেশ ছাড়ার জন্য কাতারে কাতারে ভীড়।

এই পরিস্থিতিতে তালিবানদের আনন্দ উচ্ছ্বাস আর নিম্নরুচির কাজকর্মে অবাক গোটা বিশ্ব।

Share it