Susmita Dev joins TMC
Share it

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। সোমবার কিছুক্ষণ আগে ক্যামাক স্ট্রিটে TMC-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপরই তাঁর তৃণমূলের যোগদানের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আজই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা তাঁর।


সোমবার সকালেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি লিখে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন প্রাক্তন মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা। সোনিয়াকে চিঠিতে সুস্মিতা দেব জানিয়েছেন, ‘জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি আমি সারা জীবন মনে রাখব।’ এ ছাড়া পথ প্রদর্শন ও সহযোগিতার জন্য সনিয়াকেও ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা।

Share it