‘বিপ্লবী মাতঙ্গিনী হাজরা অসমের বাসিন্দা।’ দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে ভুল তথ্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেস ও BJP-এর মধ্যে। এবার তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়েছে একের পর এক।
Received on WhatsApp, time for some Bengali humour! pic.twitter.com/mC1EWRvhB5
— Saayoni Ghosh (@sayani06) August 15, 2021
জনপ্রিয় একটি ওয়েব সিরিজের নামে মোদীর মিম পোস্ট করতে দেখা যায় নেটাগরিকদের। মিম শেয়ার করেন তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষও।