রাহুল গান্ধী
Share it

আড়াই লাখেরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে দেশজুড়ে। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে আছড়ে পড়েছে ভোটমুখী বাংলাতেও। আর তারই প্রেক্ষিতে বাংলায় ভোটপ্রচার বাতিল করলেন রাহুল গান্ধী। রবিবার টুইট করে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেস নেতা।


শেষ তিন দফা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে আসার কথা ছিল রাহুল গান্ধীর। এমনটাই জানা গিয়েছিল বিধানভবন সূত্রে। বাদুড়িয়া, নোয়াপাড়া, মালদহ ও মুর্শিদাবাদে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে সেই অনুষ্ঠান সূচি বাতিল করলেন তিনি। অন্যান্য রাজনৈতিক দলকেও প্রচারের কাজ মুলতুবি করার আহ্বান জানিয়েছেন রাহুল।

টুইট বার্তায় রাহুল বলেন, “কোভিড পরিস্থিতির জন্য আমি বাংলায় আমার প্রচার কর্মসূচি বাতিল করছি। আমি অন্যান্য রাজনৈতিকদলগুলির কাছেও আবেদন করব তারা যেন এবিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে।”

রাহুল গান্ধীর আবেদনে রাজনৈতিক দলগুলি কতটা সাড়া দেবে সেবিষয়ে ধন্দে রয়েছেন রাজ্যবাসী। কারণ, তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি ভোটের প্রচার থেকে সরে আসার কোনওরকম আগ্রহ দেখায়নি। একমাত্র তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল, তিনদফার ভোট একদফায় হলেও তাদের কোনও সমস্যা নেই। কিন্তু, সেই আবেদনে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন। যদিও রাজ্যে ভোটপ্রচারে বড় জমায়েত করা হবে না বলে CPM-এর তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছে।

Share it