প্রচারে ভারতী ঘোষ
Share it

“বীরভূম জেলার সব আসন থেকে মানুষ রাবনকে বিদায় দেবে। ২ মে’র পর রাবন মাথা গোঁজার ঠাঁই পাবে না।” রবিবার দুপুরে নলহাটি এবং সন্ধ্যায় হাঁসন বিধানসভার লোহাপুরে পথসভায় এভাবেই নাম না করে অনুব্রতকে আক্রমণ করলেন BJP নেত্রী ভারতী ঘোষ।

এদিন প্রথম রোড শো হয় নলহাটির নারকেলতলা বাস স্ট্যান্ড থেকে নলাটেশ্বরী মন্দির পর্যন্ত। নলহাটিতে হুডখোলা গাড়িতে BJP প্রার্থী তাপস যাদব ওরফে আনন্দকে নিয়ে রোড শো করেন। দ্বিতীয় দফায় লোহাপুর স্টেশন থেকে কাঁটাগড়িয়া মোড় পর্যন্ত পথসভা করেন। সেখানে উপস্থিত ছিলেন হাঁসন কেন্দ্রের প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়।

এদিন রোড শো করতে গিয়ে নলহাটি রেলগেটে আধঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় ভারতী ঘোষকে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এখানে যে সরকার রয়েছে তারা রেলগেট সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নেয়নি। বরং পুরসভা এবং বিধানসভা নির্বাচনে মানুষকে ভুল বোঝাতে দু’বার রেলগেটের শিলান্যাস করেছে।”

এরপরেই জেলায় বালি, পাথর এবং কয়লা পাচার নিয়ে সরব হন ভারতী ঘোষ। বলেন, “এখানে একজন রাবন আছেন। তিনি প্রাকৃতিক সম্পদ বালি, পাথর, কয়লা সব পাচার করে দিচ্ছেন। চোরাই কারবার করে এলাকার তৃণমূল নেতারা ফুলেফেঁপে উঠছেন। আর মানুষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। মানুষ সব বুঝে গিয়েছে। এর জবাব মানুষ দেবেন। ২ মে’র পর ওই রাবন কোথায় মাথা গুঁজবেন তার জায়গা পাবে না। জেলার সব আসনেই বিজেপি জিতবে। রাবন রাজের অবসান হবে।”

Share it