প্রয়াত শিক্ষাবিদ দিলীপ কুমার সিনহার স্মরণসভা
Share it

প্রয়াত বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহের স্মরণসভা অনুষ্ঠিত হল ঢাকুরিয়ায় নবারুণ সংঘে শনিবার সন্ধ্যায়। ঢাকুরিয়া অত্রি সোসাইটির তরফে ওই স্মরণসভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রয়াত শিক্ষাবিদ দিলীপ কুমার সিনহার স্মরণসভা
প্রয়াত শিক্ষাবিদ দিলীপ কুমার সিনহার স্মরণসভা

স্মরণসভায় বিশিষ্ট এই শিক্ষাবিদের জীবন ও কর্মকাণ্ডকে স্মরণ করেন তাঁর স্কুল জগবন্ধু ইন্সস্টিটিউশনের সহপাঠী, বন্ধু ও পরিবারের সদস্যরা। ২ এপ্রিল কলকাতার একটি হাসপাতালে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য প্রয়াত হন। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

স্মরণসভায় উপস্থিত বিশিষ্টরা সকলেই বলেন, দিলীপ কুমার সিংহ শুধু বড়মাপের শিক্ষাবিদই ছিলেন না, ছিলেন অত্যন্ত বড়মনের একজন মানুষও। বড় ছোট সকলের সঙ্গেই সমান ও সহজভাবে মিশতে পারতেন। তাঁর সুমহান পরামর্শ অনেককেই জীবনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান উপস্থিত সকলে।

প্রসঙ্গত, ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীর উপাচার্য পদে আসীন ছিলেন। পড়ুয়া, কর্মী, অধ্যাপক ও আধিকারিকদের সঙ্গে তাঁর সু-সম্পর্ক বজায় ছিল। কর্মক্ষেত্রে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।

Share it