Cloud
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সপ্তমী ও অষ্টমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের কারণে পঞ্চমীর সন্ধ্যায় কলকাতা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলের জেলাগুলিতে। সমুদ্র উত্তাল থাকতে পারে পুজোর চারদিন। ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দশমীর পর বৃষ্টি কমবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Share it