Ashish Mishra Arrest
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লখিমপুর খেরি কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। সোমবার সেই সংক্রান্ত শুনানি হতে পারে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি কাণ্ডে ৭ দিনের মাথায় শনিবার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসকে গ্রেপ্তার করা হয়। টানা ১২ ঘণ্টা তাকে জেরা করে UP সরকারের ‘SIT’।

জেরায় আশিস মিশ্র অসহযোগিতা করার অভিযোগ ওঠে। ফলে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, জেরায় অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সে। রবিবার সকালে তাঁকে বিশেষ আদালতে তোলা হয়। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গত রবিবার গাড়ি চাপা পড়ে কৃষকমৃত্যুর ঘটনার পর থেকেই তার গ্রেপ্তারির দাবিতে সরব হন বিরোধীরা। শুক্রবার এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। এতেই চাপে পড়ে যায় কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। শনিবার সকালে আশিস হাজির হয় লখিমপুর থানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র ৩ অক্টোবর অর্থাৎ ঘটনার দিন তাঁর গতিবিধি সম্পর্কে অকাট্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। তাঁর মোবাইল তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই আশিসের দুই সহযোগী লব কুশ এবং আশিস পাণ্ডে নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Share it