নিউজ ওয়েভ ইন্ডিয়া: মায়ানমারে তীব্র গৃহযুদ্ধের জেরে প্রাণ হারাল ৩০ বার্মিজ সেনা। ‘রেডিও ফ্রি এশিয়া’ জানিয়েছে, পালে টাউনের কাছে সংঘর্ষে নিহত হয়েছে ৩০ জওয়ান। নিহতদের মধ্যে বার্মিজ সেনার এক কমান্ডারও রয়েছেন।
সম্প্রতি বিদ্রোহীদের দমন করতে দেশের উত্তর-পশ্চিমে ভয়াবহ বিমান হানা চালিয়েছিল মায়ানমারের জুন্টা সরকার। বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি বার্মিজ সেনার ফাইটার জেট প্রবল বোমাবর্ষণ করে। তারই প্রতিশোধ নিতে এবার পালটা বার্মিজ সেনার ৩০ জন জওয়ানকে খতম করল বিদ্রোহীরা।
বিদ্রোহী বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা জানতাম আর্মি কনভয়ে একজন কমান্ডার রয়েছেন। তাই ওই পথে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিলাম আমরা।”
গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে উত্তাল Myanmar। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন গণতন্ত্রকামী মানুষ। এই পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে মায়ানমারের ‘বিদ্রোহী সরকার’ বা ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’। ফেব্রুয়ারি মাসে আং সান সু কি’র (Aung San Suu Kyi) দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (NLD)-কে সরিয়ে ক্ষমতা দখল করে জুন্টা ফৌজ।