Prashant Kishore
Share it

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার একথা ইতিমধ্যেই জানিয়েছেন PK। প্রশান্ত কিশোর ক্যাপ্টেন অমরিন্দর সিংকে চিঠিতে লিখেছেন, “এই ভূমিকা থেকে আমি সাময়িকভাবে বিরতি নিতে চাইছি।”

২০২১ সালের মার্চ মাসে প্রশান্ত কিশোরকে নিজের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর ক্যাপ্টেন অমরিন্দর সিং লিখেছিলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রশান্ত কিশোর আমার মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। একসঙ্গে পঞ্জাবের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করব।”

যদিও গত ২ মে বাংলার ভোটের ফলাফল ঘোষণা পর প্রশান্ত কিশোর ঘোষণা করেছিলেন, তিনি আর এই পেশায় থাকতে চান না। এরই মধ্যে তাঁর এই পদক্ষেপ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Share it