৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন মনপ্রীত সিংরা। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে Tokyo Olympics-এ ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারত। ১৯৮০ সালের পর এই প্রথম হকিতে অলিম্পিক্স পদক আসল দেশে। সেবার সোনা এসেছিল। এবার এল ব্রোঞ্জ। তবুও অলিম্পিক্স পদকের মর্যাদা ও গুরুত্ব দুটোই আলাদা। টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ায় এই নিয়ে অলিম্পিক্সে একডজন পদক হয়ে গেল ভারতের। এরমধ্যে ৮টি সোনা, রূপো একবার ও ব্রোঞ্জ তিনবার এসেছে।
Just @16Sreejesh in his element after #IND's historic win! 😂 💯#StrongerTogether | #UnitedByEmotion | #Tokyo2020 | #Olympics | #Hockey | #Bronze pic.twitter.com/aUM8ccNAra
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
প্রথম কোয়ার্টারের শুরুতেই ০-১ পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল শোধ করেন সিমরনজিৎ। এরপর জার্মানি ফের লিড নিয়ে নেয়। এক সময় ১-৩ পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই দুই গোল শোধ করে ম্যাচে ফিরে আসেন মনপ্রীতরা।
Who is today's player of the match for you? 👇#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #Hockey | #IND pic.twitter.com/AmpZ3EeEvJ
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় ভারত। গোল করেন রূপিন্দর পাল সিংহ। ম্যাচে এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল করে সেই লিড বাড়িয়ে নেয় তারা। ৫-৩ এগিয়ে জয়ের গন্ধ পেতে শুরু করেন মনপ্রীতরা।
A COMEBACK of the highest order! 🔥🔥🔥#IND scored two back-to-back goals in the second quarter to make it 3-3 vs #GER and then broke through in the third quarter to turn the match in their favour. 👏#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #BestOfTokyo pic.twitter.com/SW8ZrbGrTp
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
চতুর্থ কোয়ার্টারে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে জার্মানি। ক্রমাগত ভারতের ডিফেন্সে চাপ বাড়ানোর চেষ্টা চালাতে থাকে জার্মানি। তবে গোলের সামনে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন শ্রীজেশ। শেষ মুহূর্তে একটি গোল শোধ করলেও শেষ রক্ষা করতে পারেনি জার্মানি। ৫-৪ গোলে ম্যাচ জিতে নেন মনপ্রীতরা।