India Women's Hockey team
Share it

শেষরক্ষা হল না। শুরুতে গোল করে এগিয়ে গেলেও আর্জেন্টিনার কাছে হারতে হল ১-২ গোলে। এর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ভারতীয় মহিলা হকি দলের সোনা জয়ের স্বপ্ন। তবে সেমি ফাইনালে হারলেও ভারতের কাছে ব্রোঞ্জ জয়ের সুযোগ এখনও আছে। শুক্রবার ব্রোঞ্জ জেতার লড়াইয়ে রানি রামপালরা ময়দানে নামবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে।


কোয়ার্টার ফাইনালে যার হাত ধরে ম্যাচ জিতেছিল দল বুধবারও তাঁরই গোলে প্রথমে এগিয়ে যেতে শুরু করে দল। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল করেন গুরজিৎ কৌর। কিন্তু সময় যত এগোতে থাকে ততই ম্যাচ হাত ছাড়া হতে শুরু করে রাম রামপালের নেতৃত্বাধীন ভারতীয় দলের।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে সমতা ফেরায় টিম আর্জেন্টিনা। তারপর ম্যাচ ক্রমেই তাদের নিয়ন্ত্রণে চলে যায়। হাল ছাড়েনি ভারতের মহিলা ব্রিগেড। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে যায়। কিন্তু শেষমেশ আরও একটি গোল করে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনার মহিলা হকি দল।

Share it