টোকিয়ো অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে জয় রবি কুমারের। ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে হারালেন কাজাখস্তানের নুরিসলাম সানায়েভকে। ফাইনালে ওঠায় রবি কুমার সোনা বা রূপোর মধ্যে একটি পদক নিশ্চিত করলেন।
#Olympics | Wrestling, Men's 57kg Freestyle Semi-finals: Ravi Kumar Dahiya wins against Nurislam Sanayev, medal assured pic.twitter.com/mbpJIXw7oA
— ANI (@ANI) August 4, 2021
এদিকে রবি কুমার পারলেও পারলেন না দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া আমেরিকার ডেভিড টেলরের কাছে ০-১০ ব্যবধানে হেরে গেলেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টেলরের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না দীপক। কুস্তিতে ভারত প্রথমবার অলিম্পিক্সে পদক পেয়েছিল ১৯৫২ সালে। হেলসিঙ্কি অলিম্পিক্সে। ফ্রিস্টাইল ব্যান্টমওয়েটে সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন কেডি যাদব। তারপর ৫২ বছর কেটে যায়। ২০০৮ সালে সুশীল কুমারের হাত হাত ধরে ফের কুস্তিতে ব্রোঞ্জ আসে।