Parliament Session
Share it

রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভের জেরে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের ৬ সংসদ। দোলা সেন, নাদিমুল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস অর্পিতা ঘোষকে সাসপেন্ড করা হয়েছে।

কয়েক দিন আগেই রাজ্যসভা থেকে গোটা অধিবেশনেই তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছিল। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন সেই সময় শান্তনু সেন তাঁর কাছে চলে আসেন এবং মন্ত্রীর হাতে থেকে কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ বার একদিনের জন্য সাসপেন্ড করা হল আরও ছয় সাংসদকে। বুধবার তাঁদের সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

বুধবার রাজ্যসভায় অধিবেশন শুরু হতেই তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন। পেগাসাস কাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু তাঁদের নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার অনুরোধ করলেও তাতে তাঁরা কর্ণপাত করেননি বলে অভিযোগ। তার পরই অধিবেশন বানচালের অভিযোগ তুলে এক দিনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূলের ছয় সাংসদকে। বিষয়টি নিয়ে তাঁরা প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Share it