PM Call Mamata
Share it

বন্যা কবলিত এলাকা দেখতে সড়কপথে প্রথমে হাওড়ার আমতায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি কথা বলেন জেলাশাসকের সঙ্গে। এর আগে সকালে সড়কপথেই বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিতে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে জটিলতা থাকায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক তরফে। হাওড়ার উদয়নারায়ণপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা নিয়ে কথা বলবেন দুর্গতদের সঙ্গে। এরপর জলমগ্ন খানাকুল ঘুরে দেখার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।


এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। যেকোনওরকম সাহায্যে রাজ্যের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যে বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। নদীগুলির নাব্যতা কমে যাওয়া এবং তাতেই বার বার বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নরেন্দ্র মোদীরা কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করে বলেন, রাজ্যের সঙ্গে পরামর্শ না করে DVC নিজেদের ইচ্ছেমতো জল ছাড়ছে। সময় মতো পলি পরিষ্কার করা হচ্ছে না বলেও মোদীর কাছে ক্ষোভ উগরে দেন তিনি।

Share it