আফগানিস্তানে তালিবানি সন্ত্রাসের ছবি আমরা আগেও দেখেছি এখনও দেখতে পাচ্ছি। কিন্তু, পাকিস্তানে যে মৌলবাদীদের সন্ত্রাস কতটা ভয়াবহ হতে পারে তা বোধহয় আমরা কেউ নজরেই রাখছি না। ১৪ অগাস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন এমনই একটি ভিডিও সামনে এসেছে। যা দেখলে শিউরে উঠতে হবে।
ডন সংবাদপত্রের খবর অনুযায়ী, ১৪ অগাস্ট এক মহিলা টিকটকার বন্ধুদের নিয়ে ভিডিও শ্যুট করছিলেন মিনার-ই-পাকিস্তানের কাছে। আচমকাই ওই তরুণী ও তাঁর বন্ধুদের আক্রমণ করে প্রায় ১০০ জন অচেনা ব্য়ক্তি। অভিযোগ, ওই মহিলা টিকটকারকে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় তাঁর পোশাক। অবস্থা বেগতিক দেখে, নিরাপত্তারক্ষীরা মিনার-ই-পাকিস্তানের দরজা খুলে ওই তরুণীকে সেখানে আশ্রয় দেন।
About 400 men are Sexu@lly harassing one woman in #Pakistan.
Most tragic is that this happened on #Independence day of P@kistan#SwaraBhasker will u question ur brother #ImranKhan about this, remarks please.#MinarePakistan pic.twitter.com/mIH1MPLBdn— Sunaina Bhola (@sunaina_bhola) August 18, 2021
ওই তরুণীকে হেনস্থার ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে পাকিস্তান ও বিভিন্ন দেশে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, কেন ওই তরুণীকে হেনস্থা করা হল। অনেকেই পাকিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগও তুলেছেন সোশ্যাল মাধ্যমে।
সম্প্রতি ইসলামাবাদেও এক দম্পতিকে হেনস্থার অভিযোগ ওঠে। প্রকাশ্যে নগ্ন করে ওই দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ওই খবরেও ইমরান খান সরকারের প্রতি কটাক্ষ ছুড়ে দেন নেটিজেনদের একাংশ।