Hathi Mere Sathi
Share it

নিজের সন্তানদের থেকে কোনও অংশে কম ভালোবাসেন না ওদের। লকডাউনে আয় প্রায় বন্ধ। সন্তানতুল্য তিন হাতিকে খাওয়াতে হিমশিম খাচ্ছিলেন আসিফ। বাধ্য হয়ে তাই নিদের গয়না বেচতে শুরু করেছেন তিনি। ঘটনাটি রাজস্থানের হাতি গাঁওয়ের।


শুধু গয়না বেচাই নয়। বাড়িও বন্ধক রেখেছেন আসিফ। সংবাদ সংস্থা ANIকে তিনি জানিয়েছেন, ‘সরকার কিছু সাহায্য করে। কিন্তু, তা তিনটি হাতিকে খাওয়ানোর জন্য যথেষ্ট নয়। তাই বাধ্য হয়েই বাড়ি বন্ধক রাখতে হয়েছে। ওরা আমারই পরিবার। তাই এছাড়া কোনও উপায় নেই।’

Share it