ফের তালিবানি সন্ত্রাসের ছবি সামনে এল। এবার হ্যাজারা নেতা আবদুল আলি মাজারির মূর্তি ভাঙচুর করল তালিবানরা। বামিয়ান এই মূর্তি স্থাপন করা হয়েছিল। ১৯৯৫ সালে আবদুল আলি মাজারিকে হত্যা করা হয়।
After Bamiyan Buddha.. now..
Statue of Hazara leader Abdul Ali Mazari in Bamiyan, Afghanistan has been blown up in a blast by the Taliban. Taliban has ethnic hatred and religious prejudice against Hazaras. On March 13, 1995 Mazari was executed by the Taliban after torturing him. pic.twitter.com/2kt9Z7E8bz
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 18, 2021
একদিকে যখন আফগানিস্তানে শান্তি স্থাপনের কথা ঘোষণা করছে তালিবানরা, সেই সময়ই এই মূর্তি ভাঙার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ২০০১ সালে বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংসের ছবি গোটা বিশ্বের সামনে আসে। তালিবান নেতা মোল্লা মহম্মদ ওমরের নির্দেশে সেই মূর্তিগুলি ধ্বংস করা হয়েছিল।
So Taliban have blown up slain #Hazara leader Abdul Ali Mazari’s statue in Bamiyan. Last time they executed him, blew up the giant statues of Buddha and all historical and archeological sites.
Too much of ‘general amnesty’. pic.twitter.com/iC4hUZFqnG
— Saleem Javed (@mSaleemJaved) August 17, 2021