Bamiyan Taliban
Share it

ফের তালিবানি সন্ত্রাসের ছবি সামনে এল। এবার হ্যাজারা নেতা আবদুল আলি মাজারির মূর্তি ভাঙচুর করল তালিবানরা। বামিয়ান এই মূর্তি স্থাপন করা হয়েছিল। ১৯৯৫ সালে আবদুল আলি মাজারিকে হত্যা করা হয়।


একদিকে যখন আফগানিস্তানে শান্তি স্থাপনের কথা ঘোষণা করছে তালিবানরা, সেই সময়ই এই মূর্তি ভাঙার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ২০০১ সালে বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংসের ছবি গোটা বিশ্বের সামনে আসে। তালিবান নেতা মোল্লা মহম্মদ ওমরের নির্দেশে সেই মূর্তিগুলি ধ্বংস করা হয়েছিল।

Share it