সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় অব্যাহতি পেলেন স্বামী শশী থারুর। বুধবার দিল্লির একটি আদালত এই মামলায় বেকসুর খালাস করল কংগ্রেস সাংসদকে।
Delhi Court discharges Congress leader Shashi Tharoor in connection with Sunanda Pushkar death case. pic.twitter.com/LKdfquticy
— ANI (@ANI) August 18, 2021
২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় সুনন্দাকে। এরপরই মৃত্যু নিয়ে শুরু হয় জলঘোলা। স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনা এবং অত্যাচার করার অপরাধে অভিযুক্ত হন শশী থারুর। অবশেষে সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।
ভিডিয়ো কনফারেন্সে এদিন বিচারপ্রক্রিয়া চলে। বুধবার দিল্লি কোর্টের বিশেষ বিচারপতি গীতাঞ্জলি গোয়েল শশী থারুরকে সমস্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান। পরে কংগ্রেস সাংসদ আদালতের সিদ্ধান্তকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সাড়ে সাত বছর ধরে মানসিক যন্ত্রণা ভোগ করেছি। অনেক ধন্যবাদ।’