হঠাৎ দেখলে চিনতে একটু অসুবিধা হবে বৈকি। কেননা ইনি নতুন স্মৃতি ইরানি। ওজন কমিয়ে নতুন চেহারায় ধরা দিলেন সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সদের কাছে। অভিনেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সাম্প্রতিক ইনস্টা পোস্ট নজরে আসতেই উল্লসিত তাঁর ফ্যানরা।
সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন একদা জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’-এর অভিনেত্রী। সেখানে ক্যাপশনে লেখেন ‘MondayMantra—Earrings, nose ring pehno ya na pehno mask avashya pehno …kyunki ab bhi do gaz doori mask hai zaroori’। সেখানেই ফ্যানরা লক্ষ্য করেন অনেক রোগা ও আকর্ষণীয় চেহারায় স্মৃতি ইরানিকে। এরপরেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। ওজন ঝরানো নতুন চেহারার প্রশংসা করেন অনেকেই।