Netaji Subhash Chandra Bose
Share it

১৮ অগাস্ট নেতাজির প্রয়াণ দিবস। এমনই একটি টুইটে দেশনায়ক নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে একটি বিতর্কিত টুইট করে কংগ্রেস। এই টুইটকে ঘিরেই সমালোচনার ঝড় উঠেছে। এই টুইটের কড়া বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা টুইট করে তীব্র ভাষায় নিন্দা করেছেন।


তিনি বলেছেন, ‘নেতাজির মৃত্যুদিনের কোনও প্রমাণ নেই। তাহলে কীভাবে এই মৃত্যুদিন জানিয়ে কংগ্রেস টুইট করল? কংগ্রেস ও BJP কোনও দলই নেতাজির অন্তর্ধান নিয়ে তদন্ত রিপোর্ট জনসমক্ষে পেশ করেনি। দেশবাসীকে কেউই কিছু জানায়নি। তাহলে কীভাবে এমন টুইট করা হল। তৃণমূল কংগ্রেস এর তীব্রভাষায় নিন্দা করছে।’


নেতাজির সুভাষচন্দ্র বসুর ‘মৃত্যুবার্ষিকী’-তে শ্রদ্ধা নিবেদন করে বিতর্কে জড়িয়েছেন BJP সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল টুইটে লিখেছেন, “আজাদ হিন্দের প্রতিষ্ঠাতা, ভারতের স্বাধীনতা ল়ড়াইয়ের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি! দেশের জন্য যে লড়াই তিনি লড়েছেন, যে ত্যাগ করেছেন, তা যুবসম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা। জয় হিন্দ।”

Share it