Taliban PC
Share it

বিশ্বের সমস্ত দেশের সঙ্গে শান্তি বজায় রেখে চলতে চায় তালিবান। আফগানিস্তানে ক্ষমতা দখলের পর প্রথম সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি তালিবানদের। প্রেসিডেন্সিয়াল ভবনে ওই সম্মেলনে Taliban মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, ইসলামের অনুশাসন অনুযায়ী মহিলাদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করবে তালিবান।


ক্ষমতৈ দখলের পর থেকে তালিবানের তরফে বারবার জানানো হয়েছে, তারা আর হিংসা চায় না। মঙ্গলবার সন্ধ্যায়ও সাংবাদিক সম্মেলনে সেই একই কথা শোনা গেল Taliban মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের গলায়। সেইসঙ্গে তিনি বলেন, “আফগান মহিলাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করাতে আমাদের কোনও আপত্তি নেই।”


সেই সঙ্গে তালিবান মুখপাত্রের আরও দাবি, “আমরা আমাদের প্রতিবেশী দেশগুলিকে নিশ্চিত করতে চাই, আমাদের মাটিকে তাদের বিরুদ্ধে অপব্যবহার করতে দেওয়া হবে না। আমরা দেশের সমস্ত বিদেশি সংগঠনকে সুরক্ষা দেব। কোনও প্রতিহিংসা নিয়ে চলব না।”


রবিবার কাবুলে প্রবেশ করে তালিবান। এরপর আফগান প্রেসিডেন্ট আশরফ গনির পদত্যাগ ও তালিবানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তারপর থেকেই দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। পালাতে গিয়ে অনেক মানুষের মৃত্যুও হয়।

Share it