Taliban Interview
Share it

শরিয়ত মেনে নারী সুরক্ষা ও অধিকার সুরক্ষিত থাকবে তালিবান শাসনে। মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে তালিবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছিলেন। মহিলা এবং সংবাদমাধ্যমকে শরিয়তি আইন মেনেই কাজ করতে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। আর বুধবারই বিশেষ একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


এক টিভি উপস্থাপিকা চ্যানেলের স্টুডিওতে বসে সাক্ষাৎকার নিচ্ছেন তালিবান নেতার। ওই মহিলা উপস্থাপকের নাম বেহেস্তা আরগন্দ। তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন মৌলায়ি আবদুল্লাক হেমাদের। যিনি তালিবান মিডিয়া টিমের একজন সদস্যও বটে।

সাক্ষাৎকারে মৌলায়ি আবদুল্লাক হেমাদকে কাবুলের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে বাড়ি বাড়ি তল্লাশির বিষয়ে প্রশ্ন করেন বেহেস্তা আরগন্দ। মৌলায়ি তাঁকে পরিষ্কার জানিয়ে দেন, আফগানিস্তানের সত্যিকারের শাসক হিসেবে গোটা বিশ্ব তাঁদের স্বীকৃতি দিয়েছে।

Share it