‘রবীন্দ্রনাথের গায়ের রং কালো ছিল বলে তাঁর মা তাঁকে কোলে নিতেন না’। বুধবার কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার বিশ্বভারতীর এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এমন মন্তব্য করার অধিকার তাঁকে কে দিয়েছে? দ্বিতীয় প্রশ্ন, এই ধরনের মন্তব্য করে বর্ণ বৈষম্যের প্রসঙ্গকেই ফের উসকে দিলেন না কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী? সেই সঙ্গে সমালোচকরা আরও একটি প্রশ্ন তুলছেন, এমনই মন্তব্য করে কি তিনি নিজেকে ও রাজনৈতিক দলকে ছোট করলেন না?
আর এই বিতর্কিত মন্তব্য তিনি কোথায় করেছেন? না, বিশ্বভারতীরই এক অনুষ্ঠানে। যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে শিক্ষা আর মানবতার পাঠকে সমন্বিত করে প্রকৃত মানুষ গড়ার স্বপ্ন দেখেছিলেন কবিগুরু।
যদিও এই বিতর্কিত মন্তব্যের স্বপক্ষে যুক্তিও সাজিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। রাতে বাঁকুড়ায় সুভাষ সরকার বলেন, “রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কে জড়ানো উচিত নয়। আমি যা বলেছি তার রেকর্ড আগে নিতে হবে। আমাকে কেউ বললে তাঁকে আমি লিঙ্ক দিয়ে দেব। আমি রবীন্দ্রনাথের সম্মান আরও বাড়াতে চেয়েছি।”
হায় সুভাষ বাবু, আপনি বাঙালির ঠিক কোন জায়গায়, কতটা আঘাত করেছেন আপনি নিজেও বাঙালি হয়ে হয়ত বোঝেননি। বা বুঝেও বুঝতে চাইছেন না। এইভাবে শুধু বিতর্ক সৃষ্টি করাই যদি আপনার বা আপনাদের উদ্দেশ্য হয়, তাহলে রাজ্যে, দেশে, বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিরাই আগামিদিনে এর উত্তর দেবে।