লকডাউনের দুঃসহ স্মৃতি কী ফের ফিরে আসছে? এমনই আশঙ্কার মেঘ ঘণীভূত হচ্ছে দেশজুড়ে। গোটা দেশে দুরন্ত গতিতে বাড়ছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৪১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।
India reports 40,953 new #COVID19 cases, 23,653 recoveries and 188 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,15,55,284
Total recoveries: 1,11,07,332
Active cases: 2,88,394
Death toll: 1,59,558Total vaccination: 4,20,63,392 pic.twitter.com/QZPBjwC6TE
— ANI (@ANI) March 20, 2021
গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্র, গুজরাত সহ বেশ কয়েকটি রাজ্যে অত্যধিক হারে বাড়ছিল সংক্রমণ। দেশে টিকাকরণ শুরু হওয়ার সময় থেকেই সাধারণ মানুষের মধ্যে মাস্ক না পরার প্রবণতাও দেখা যাচ্ছিল অত্যন্ত প্রকটভাবে। গা ছাড়া মনোভাবের জন্য বারবার সতর্ক করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু, আশঙ্কাই সত্যি হল। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একে করোনার দ্বিতীয় ঢেউ বলে একপ্রকার মেনে নিয়েছে।
Delhi reports 813 new #COVID19 cases, 567 recoveries and 2 deaths in the last 24 hours.
Total cases 6,47,161
Total recoveries 6,32,797
Death toll 10,955Active cases 3,409 pic.twitter.com/H8WHq82Kko
— ANI (@ANI) March 20, 2021
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন, মৃত্যু হয়েছে ১৮৮ জনের। বিগত ১১১ দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১১ লাখ ৭ হাজার ৩৩২ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩৯৪ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জনের।
Maharashtra: Nagpur District reported 3679 new #COVID19 cases, 1594 recoveries, and 29 deaths in the last 24 hours, as per Civil Surgeon Nagpur,
Total cases: 1,89,466
Total recoveries: 1,57,249
Active cases: 27,625
Death toll: 4592— ANI (@ANI) March 20, 2021
করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে রাজ্যগুলিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। জোর দিয়েছেন মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করার। করোনা সম্পর্কিত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র। এই চিঠিতে বলা হয়েছে কনটেইনমেন্ট জোনগুলিতে ৩১ মার্চ পর্যন্ত চালাতে হবে কড়া নজরদারি।