নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কলকাতা পুরসভার প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদকে। এদিন নতুন প্রশাসক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল।
West Bengal minister and TMC leader Firhad Hakim resigns as the Chairman of Kolkata Municipal Corporation after Election Commission's advice, as he is contesting in the #WestBengalElections2021.
(File photo) pic.twitter.com/9nuZJxo4wN
— ANI (@ANI) March 22, 2021
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে নতুন বোর্ড তৈরি না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন পুর ও নগরোন্নয়ন সচিব। শনিবার কমিশন নির্দেশ দেয়, মেয়াদ-উত্তীর্ণ যে-সব পুরসভা ও পুর নিগমে প্রাক্তন মেয়র বা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসক হিসেবে বসিয়েছিল সরকার, বিধানসভার ভোট চলাকালীন তাঁরা সেই পদে কাজ করতে পারবেন না।
রাজ্যের ১২৫টি পুর নিগম ও ১৩৫টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিল-মে নাগাদ। সেগুলিতে এত দিন নির্বাচন না-হওয়ায় মেয়র-চেয়ারম্যান-মেয়র পারিষদদেরই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের সময় সেই রাজনৈতিক ব্যক্তিরা প্রভাব খাটাতে পারেন বলে সম্প্রতি কমিশনের কাছে অভিযোগ জানায় BJP। তারপরেই রাজনৈতিক নেতাদের প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।