হিন্দুস্তানী আওয়াম মোর্চার সাংবাদিক বৈঠক
Share it

হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার)-এর প্রার্থী অশোক শর্মা। এছাড়াও রাজ্যের ১৬টি কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মানঝির দল। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন হিন্দুস্থানী আওয়াম মোর্চার জাতীয় সম্পাদক শতদ্রু রায়।

HAM-এর জাতীয় মুখপাত্র শতদ্রু রায়
HAM-এর জাতীয় মুখপাত্র শতদ্রু রায়

তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামশাসন ও ১০ বছরের তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়াই করতেই আসন্ন বিধানসভা নির্বাচনে ১৭ জন প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। HAM (S)-এর জাতীয় মুখপাত্র শতদ্রু রায়ের অভিযোগ, হাওড়ায় এখনও পর্যাপ্ত উন্নয়ন হয়নি। এখনও অনেক জায়গায় একটু বৃষ্টিতেই হাঁটুজল দাঁড়িয়ে যায়।

রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার কথা তুলে ধরেন HAM প্রার্থী অশোক শর্মা। তাঁর দাবি, রাজ্যবাসীর স্বপ্নপূরণ করতে ব্যর্থ হয়েছে বিগত সরকারগুলি। করোনার প্রাদুর্ভাবের সময় রাজ্য সরকার মানুষকে সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি রাজ্যে এসে হিন্দুস্তানী আওয়াম মোর্চার সর্বভারতীয় জিতেন রাম মানঝি সুনির্দিষ্ট রূপরেখা পেশ করেছেন।

নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে জোট সরকারে রয়েছে হিন্দুস্তানী আওয়াম মোর্চা। ২০২০-এর শেষে বিহারের বিধানসভা নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করেছিল HAM। জনতা দল ইউনাইটেড (JDU), BJP ও HAM-এর নেতৃত্বে জোট সরকারের সুপ্রশাসনে বিহার শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে বলেও দাবি করেছেন শতদ্রু রায়। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব সভাপতি রাজন সিদ্দিকি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিল রজক সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Share it