Neeraj Chopra
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: টোকিও অলিম্পিক্সে দেশের হয়ে একমাত্র সোনার মেডেল জয়ী নীরজ চোপড়া অভিনন্দন জানাতে গিয়েছিলেন। কিন্তু, বিষয়টি শেষ পর্যন্ত সোনাজয়ী অ্যাথলিটের প্রতি হেনস্থায় পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে একটি রেডিও চ্যানেলের RJ-এর বিরুদ্ধে।


বিষয়টি নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছেন রেডিও জকি মালিশকা মেন্ডনসা। স্টুডিওতে তিনি ও তাঁর সঙ্গীদের নাচ যথেষ্ট বিব্রত করেছে দেশের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাবান অ্যাথলিটকে। এমনই অভিযোগ নেটাগরিকদের। ফলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে যথেষ্ট ট্রোলের মুখে পড়েছেন ওই RJ।


জানা যায় একটি বেসরকারি এফএম স্টেশনে অনলাইন সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল নীরজকে। সে ডাকে সাড়া দিয়ে অনলাইনে হাজির ছিলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। নীরজের সাফল্যে মালিশকারা ঠিক কতখানি খুশি, তা বোঝাতেই তিনি ও তাঁর সহকর্মীরা নীরজকে নাচ করে দেখান। পুরনো বলিউডি ছবির জনপ্রিয় গান ‘উড়ে জব জব জুলফে’ গানটিতে নাচ করতে দেখা যায় মালিশকাদের। দেখা যায়, ল্যাপটপের পর্দায় ভেসে নীরজের মুখ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই সেলিব্রেশনেরই ভিডিও পোস্ট করেন মালিশকা। আর তারপরই ঝড় ওঠে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।


আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এমনকী অনেকে এও অভিযোগ তুলেছেন, নীরজের উপর ভারচুয়ালি ‘অশালীন ব্যবহার’ করা হয়েছে। এই ব্যবহার একেবারেই ‘উপযুক্ত’ নয় বলেই মত নেটিজেনদের বড় অংশের। ল্যাপটপের স্ক্রিনে দেখা গেছে নীরজকে হাসতে। তবে সেই হাসিতে খানিকটা ছিল ‘বিব্রত’ ভাব। বিষয়টি নিয়ে নেটে অসংখ্য ‘মিম’ও ছড়িয়ে পড়েছে।

Share it