নিউজ ওয়েভ ইন্ডিয়া: মধ্য সেপ্টেম্বর থেকেই দেশে ভ্যাকসিন উৎপাদন শুরু করে দেবে তারা। শনিবার একথা জানিয়েছেন ZyCov-D ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা জাইডাস ক্যাডিলা (ZYDUS CADILA)। ১ অক্টোবর থেকেই দেশে মাসে ১ কোটি টিকা তৈরি করার বিষয়ে আশাবাদী তারা।
A day after getting the emergency use authorisation (EUA) in India, #ZydusCadila has said that the commercial rollout for the vaccine will start from mid-September.
The pharma major informed about the future rollout plan in a virtual press conference held on Saturday. pic.twitter.com/6I7rFSzhO8
— IANS Tweets (@ians_india) August 21, 2021
একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জাইডাস ক্যাডিলার ম্যানেজিং ডিরেক্টর শর্বিল পটেল বলেন, কেন্দ্রীয় সরকারকে সংস্থা টিকা দেবে। দেশবাসীকে সেই টিকা কীভাবে দেওয়া হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিকার দামও জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলার ম্যানেজিং ডিরেক্টর।
Next week will have clarity on the price of the ZyCOV-D vaccine. The supply of vaccines will start in mid-September. We can scale up production of vaccines to 1 crore a month from October at the new production plant: Dr. Sharvil Patel, MD, Zydus Group pic.twitter.com/QEjnrAKq7U
— ANI (@ANI) August 21, 2021
শর্বিল পটেল বলেন, “অনুমতি পেতে দেরি হওয়ায় নতুন কারখানা তৈরি করতে দেড় মাস দেরি হয়েছে। অক্টোবর থেকে আমরা উৎপাদন বাড়াব। ভারতেই টিকা উৎপাদন করা হবে।”
প্রসঙ্গত, ২৪ ঘণ্টা আগেই দেশে জরুরি ভিত্তিতে ZyCoV-D টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র। Zycov-D বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন। নিডল ফ্রি অ্যাপলিকেটরের মাধ্যমে শরীরে প্রবেশ করবে এই ভ্যাকসিন। তবে অন্য ভ্যাকসিনগুলির দু’টি ডোজ যথেষ্ট হলেও জাইকভ-ডি ভ্যাকসিনের তিনটি ডোজ লাগবে। প্রতিটি ডোজ নিতে হবে ২৮ দিনের ব্যবধানে।