angelina jolie
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সদ্য ইনস্টাগ্রামে জয়েন করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর তাঁর প্রথম পোস্টেই হৃদয় জয় করে নিয়েছেন সকলের। এক আফগান কিশোরীর আতঙ্ক-আর্তি ভরা চিঠি পোস্ট করে।


চিঠিটি শেয়ার করে অ্যাঞ্জেলিনা জোলি লেখেন, ‘আফগানিস্তানের মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য রাখার স্বাধীনতা হারিয়েছেন। খোলা মনে কথা বলতে পারছেন না। ওদের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আসলাম ইনস্টাগ্রামে।’ এই কঠিন সময়ে তিনি মুখ ফিরিয়ে চলে যাবেন না বলে কথা দিয়েছেন জোলি। তাঁর আশ্বাস, আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের সাহায্য পৌঁছে দিতে তিনি যথা সম্ভব করবেন।

ইনস্টাগ্রাম জয়েন করার একদিনের মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৫০ লাখ। আর এই পোস্টটিতে লাইকের সংখ্যা ১৯ লাখ পার করে ফেলেছে। কমেন্ট পড়েছে ৯২ হাজারের কাছাকাছি। এবং তা আরও বাড়ছে।

Share it