Minister shyama Prasad Mukherjee
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। রবিবার তাঁকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এদিনই তাঁকে আদালতে তোলা হবে। তাঁকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রের খবর।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদেও দায়িত্ব সামলেছেন তিনি। ওই পুরসভার পুরপ্রধান থাকাকালীনই দশ কোটি টাকারও বেশি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপকুমার দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

Share it