Pakistan Kiss
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাকিস্তানের লাহোরে শতাধিক পুরুষের হাতে এক টিকটকারের লাঞ্ছিত হওয়ার পরেদিনই আক্রান্ত আরও দুই মহিলা। জানা গেছে, ১৫ অগাস্ট রিকশায় চেপে যাচ্ছিলেন দুই মহিলা। হঠাৎই রিকশাটির পা-দানিতে লাফিয়ে উঠে পড়ে এক ব্যক্তি। মাথা জোর করে হাত দিয়ে টেনে গলায় ‘চুমু’ খায় সে। এসবই ঘটে যায় এতটাই আচমকা যে ওই দুই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে কাঁপতে থাকেন তাঁরা। দেখুন সেই ভিডিও


এর আগের দিনই লাহোরে মিনার ই পাকিস্তানে টিকটক ভিডিও শ্যুট করার সময় শতাধিক পুরুষের হাতে আক্রান্ত হন এক মহিলা সহ তাঁর চার বান্ধবী। ওই মহিলাকে রীতিমত জামা ছিঁড়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়। সেই ভিডিওটিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনার ঠিক একদিন পরেই পাকিস্তানে আরও একটি প্রায় একই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত সেদেশের মহিলারা। ইমরান খানের শাসনে রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

Share it