নিউজ ওয়েভ ইন্ডিয়া: আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়ছেন প্রচুর সংখ্যায় মানুষ। এরই মধ্যে ভারতীয় নাগরিকসহ অন্তত ১৫০ জনকে তালিবান অপহরণ করেছে বলে আফগানিস্তানের মিডিয়া রিপোর্ট দাবি করেছে। এর মধ্যে রয়েছেন শিখ সম্প্রদায়ের বহু মানুষও। এরা সকলেই কাবুল ছাড়ার অপেক্ষায় ছিলেন। যদিও অপহরণের অভিযোগ অস্বীকার করেছে তালিবান।
According to the source, several unarmed Taliban members came to their side and, after beating them, took them all to Tarkhil in Kabul. #Afghanistan (By @Geeta_Mohan)https://t.co/rjx1Cqck2m
— IndiaToday (@IndiaToday) August 21, 2021
এর আগে সকালে কাবুল বিমানবন্দরের বাইরে গুলি চালানোর অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে। বিমানবন্দরের পূর্ব দিকের গেটের বাইরে গুলি চালানো হয় বলে জানা গেছে। তালিবানরা গুলি চালাতেই সেখানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রাণভয়ে ছোটাছুটি করতে শুরু করেন সকলে। এই ঘটনার পরই তালিবানকে হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ চালানো আমেরিকার বাহিনীর উপর আক্রমণ হলে কড়া জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে তালিবানকে।