কপিল দেব
Share it

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কপিল দেব। শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা দিল্লির ফর্টিস হাসপাতালে। এরপর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব।

বিবৃতি দিয়ে হাসপাতালের তরফে জানানো হয়েছে, “আজ বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মিস্টার কপিল দেবকে। এখন তিনি ভালো আছেন। শিগগিরই নিয়মিত দৈনিক যে কাজকর্ম থাকে তাও তিনি করতে পারেবন। তবে ডক্টর অতুল মাথুরের অধীনে তাঁকে নিয়মিত ফলো-আপে থাকতে হবে।”

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জয় করে। ৬৮ বছরের এই অলরাউন্ডার ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৪৩৪টি উইকেট তুলে নেওয়া ও টেস্টে ৫০০০-এরও বেশি রান তোলার ইতিহাস। ২০০২ সালে কপিল দেবকে ‘শতাব্দীর সেরা ভারতীয় ক্রিকেটার’-এর সম্মান দেয় উইজডেন পত্রিকা।

Share it