ধনশ্রী ভার্মার নাচের ছবি
Share it

মরুদেশে IPL মধ্যগগনে। আবহাওয়ার উষ্ণতা এমনিতেই যথেষ্ট বেশি আরব আমিরশাহীতে। ক্রিকেটারদের মাঠে গ্যালন গ্যালন ঘাম ঝরাতে হচ্ছে। অত্যাধিক ডিহাইড্রেশনের কারণে অনেক প্লেয়ার চোট পেয়ে অসুস্থও হয়ে পড়ছেন। মরুশহরের উষ্ণতা আরও বাড়িয়েছেন কয়েকজন ক্রিকেটারের ‘হট ওয়াইফ’। যাঁদের মধ্যে অন্যতম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের হবু স্ত্রী ধনশ্রী ভার্মা।

দেখুন ভিডিও:


এমনিতেই গ্যালারিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি উষ্ণতায় ভরিয়ে তুলেছে স্টেডিয়ামের চারপাশ। এবার সেই উষ্ণতার আঁচ লাগল সোশ্যাল মিডিয়ায়। কীভাবে তিনি তা ছড়ালেন? সমুদ্র সৈকতে ‘হট ডান্স’এর মাধ্যমে। টনি কক্করের ‘নাচ মেরি লায়লা’ গানে নেচে রীতিমত ঝড় তুলেছেন পুরুষ হৃদয়ে। ধনশ্রীর নাচের ভিডিও ক্লিপ রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়।

দেখুন ভিডিও:


ধনশ্রীর নাচ এর আগেও মন ভরিয়েছিল নেটিজেনদের। কিছুদিন আগে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রামে বুর্জ খলিফা চ্যালেঞ্জ লিখে নাচের ভিডিও পোস্ট করেছিলেন ৷ ছবিতে অক্ষয় কুমার ও কিয়ারা আদবানির ‘লক্ষ্মী বম’-এ বুর্জ খলিফায় নেচেছিলেন৷ ধনশ্রীও সেই জায়গায় নেচেছেন ৷ ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও৷

Share it