সুরুচি সংঘের পুজোয় নুসরত, সৃজিত
Share it

মহাষ্টমীর সকাল তারকায় জমজমাট সুরুচি সংঘের পুজো। অঞ্জলি ও ঢাকের তালে নেচে মহাষ্টমীর সকাল জমিয়ে দিলেন সৃজিত-মিথিলা ও নিখিল-নুসরত। স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিলেন নুসরত জাহান। পাশাপাশি মিথিলাকে সঙ্গে নিয়ে পরিচালক সৃজিত মুখার্জিকেও দেখা গেল অঞ্জলি দিতে।
দেখুন ভিডিও


এই নিয়ে বিয়ের পর দ্বিতীয় বছর স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন নুসরত। অন্যদিকে প্রথমবার অঞ্জলি দিলেন নব দম্পতি সৃজিত-মিথিলা। দুই তারকা দম্পতির মাঝে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। এদিন হালকা গোলাপি পাঞ্জাবিতে সেজেছিলেন নিখিল। আর নুসরতের পরনে ছিল লালপাড় সাদা শাড়ি। দুজনের মুখেই ছিল সাদা মাস্ক।

অপরদিকে লাল পঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। গোলাপি শাড়িতে মিথিলাকেও বেশ গ্ল্যামারাস লাগছিল। আলিপুরে নুসরতের শ্বশুর বাড়ি হওয়ার সুরুচি সংঘ এখন টলি নায়িকার পাড়ার পুজো। মাকে অঞ্জলি দিয়ে দ্রুত করোনা পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার প্রার্থনা করলেন নুসরত। অঞ্জলির পর ঢাক বাজাতে দেখা যায় অরূপ বিশ্বাস ও নিখিলকে। আর ঢাকের তালে কোমর দোলাতে দেখা যায় মিথিলা ও নুসরতকে। মাঝে একবার ঢাকের কাছি হাতে তুলে নিলেন নুসরতও।

Share it