বাজেট পেশের মাঝে বড়সড় উত্থান হল শেয়ার বাজারে। ৮৯৯ পয়েন্ট চড়ল সেনসেক্স সূচক।
বিশেষজ্ঞদের মতে, বাজেটে যা ঘোষণা করা হয়েছে তার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। অর্থাৎ লগ্নীকারীরা বাজেট ঘোষণায় খুশি। আর তাতেই তরতরিয়ে উঠতে দেখা গেছে শেয়ার সূচক।
Sensex surges 899.98 points, currently at 47,185.75. pic.twitter.com/ta9GEGotls
— ANI (@ANI) February 1, 2021
সোমবার বাজেট পেশের আগেই ইতিবাচক বাজেটের আশায় ৪৩৩.০৬ পয়েন্ট উঠেছিল BSE সূচক সেনসেক্স। আর ১১৪.৮৫ পয়েন্ট বাড়তে দেখা যায় NSE সূচক নিফটি।
বাজেট পেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই বড়সড় উত্থান দেখা যায় শেয়ার সূচকে।