সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Share it

কেন্দ্রীয় বাজেট ২০২১-এ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ১৫ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার বাজেট পেশ করতে গিয়ে তিনি বলেন, “এই শিল্পখাতে উৎসাহ প্রদান করতেই এই ব্যয় বরাদ্দ করা হয়েছে। যা গত বছরের দ্বিগুণ।”


কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, স্টার্টআপদের জন্য আরও এক বছর ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। এছাড়াও স্টার্ট আপদের জন্য কর ছাড়ের সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করেন নির্মলা সীতারমন।

অর্থবর্ষ ২১-২২-এর বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এবার থেকে দেরিতে PF জমা দিলে টাকা কাটা হবে না। শেয়ারের ডিভিডেন্টের উপরেও TDS না কাটার কথা জানান নির্মলা সীতারমন।

সস্তায় আবাসনের জন্য ১ বছরের কর ছাড়ের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, “গৃহঋণের সুদ ১.৫ লক্ষ টাকা করমুক্ত করা হল। এই সুবিধা পাওয়া যাবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।”

Share it