“রেলের জন্য তৈরি হয়েছে জাতীয় রেল প্ল্যান।” সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে একথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitharaman)। তিনি বলেন, “২০৩০ সালের মধ্যেই ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি রেল সিস্টেম গড়ে তোলা হবে।”
Finance Minister allocates Rs 1,10,055 cr for Railways
Read @ANI Story | https://t.co/V43Ck8fKNf pic.twitter.com/3IXWyvtO7j
— ANI Digital (@ani_digital) February 1, 2021
বাজেটে গোমো থেকে ডানকুনি ২৭৪ কিমি ফ্রেইট করিডোর করার প্রস্তাব রেখেছেন তিনি। বলেন, “খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্তও ফ্রেট করিডর তৈরি করা হবে। ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ। রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে।”
নির্মলা সীতারমন বলেন, “জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। পশ্চিমবঙ্গে ৬৭৫ কিমি সড়ক তৈরি হবে। এর মধ্যে কলকাতা-শিলিগুড়ির রাস্তা সংস্কারের প্রস্তাবও আছে। এ রাজ্যের জন্য সড়ক তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ।” পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “২০ হাজার নতুন বাস রাস্তায় নামানো হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহণ ব্যবস্থাকে কাজে লাগানো হবে।”
মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “নাসিকে মেট্রো রেল তৈরি হবে। বিদ্যুৎ সরবরাহে একের বেশি সংস্থাকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে। বড় বন্দরগুলির ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা। এই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে।”