অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপি নেতা। খবর পেয়ে পুলিশ তাঁকে বাড়িতে পৌঁছে দেয়। সোমবার দুপুরে এই মর্মে রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন BJP নেতা মানস বন্দ্যোপাধ্যায় (Manas Banerjee)।
বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি মল্লারপুরে। রবিবার রাতে তিনি দলীয় কর্মসূচী সেরে বাড়ি ফিরছিলেন। সে সময় কিছু দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে তিনি ছুটে রাস্তার ধারের একটি ধাবাতে আশ্রয় নেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ তাঁকে মল্লারপুরের বাড়িতে পৌঁছে দেয়।
মানসবাবু বলেন, “আমি রামপুরহাটে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলাম। সে সময় জাতীয় সড়কের উপর মাঝখন্ড থেকে তারাপীঠ রোড স্টেশনের মধ্যে আমাকে ঘিরে ধরে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। প্রাণে মেরে ফেলার জন্য উদ্যত হয়। বিপদ বুঝে আমি গাড়ি ফেলে ছুটে একটি হোটেলে আশ্রয় নিই। এরপর পুলিশকে খবর দিই। পুলিশ আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। আমার বিশ্বাস দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। রাজনৈতিক কারণে মেরে ফেলার জন্য আমাকে ঘিরেছিল।”
যদিও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “অভিযোগ ঠিক নয়। তাছাড়া উনি এমন কোনও বড় নেতা নন যে তৃণমূল মারতে যাবে। এমনও হতে পারে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কিংবা প্রচার পাওয়ার জন্য এসব নাটক করছেন।”