Share it

করোনা পরিস্থিতিতিতে বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তপোক্ত করতে সোমবার বাজেটে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে টেনে তুলতে ছয় বছরেরও বেশি সময়ের মেয়াদে এই প্রকল্পে প্রাথমিকভাব ৬৪ হাজার ১৮০ কোটি টাকা ব্যয় হবে বলেও জানিয়েছেন তিনি।

কেন্দ্রের এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় ১৭ হাজারেরও বেশি আর শহরাঞ্চলে ১১ হাজার স্বাস্থ্যকেন্দ্রকে সহায়তা দেওয়া হবে। রোগ সংক্রমণ প্রতিরোধ, রোগ নিরাময় ও ভালো থাকার বিষয়ে জোর দেওয়া হবে এই প্রকল্পে।

Share it