Share it

আর কয়েক ঘণ্টার মধ্যেই সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রক থেকে সংসদের উদ্দেশে রওনা দিয়েছেন নির্মলা সীতারামন ও অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর।

সংসদে এবারই প্রথম সাবেক লাল খাতার পরিবর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন ট্যাবের মাধ্যমে। করোনা পরিস্থিতিতে এবার পেপারলেস বাজেট পেশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বাজেট পেশের পর সেই কপি আপলোড করে দেওয়া হবে অনলাইনে।


বাজেট পেশের আগে এদিন সকাল থেকেই শেয়ার বাজারে তেজি ভাব লক্ষ্য করা গেছে। এদিন সকালে বাজার খোলে ৪০০ পয়েন্টের উপর। বাজার খোলার সময় সেনসেক্স সূচক ছিল ৪০,৬৮৭.৫৪ পয়েন্ট। তবে এবারের বাজেটের প্রভাব শেয়ার বাজারের উপর কতখানি পড়বে তা বোঝা যাবে আরও কয়েক ঘণ্টা পর। বাজেট লগ্নীকারীদের খুশি করতে পারতে শেয়ার সূচকে আরও তেজি লক্ষ্য করা যাবে। আর বাজেট হতাশ করলে সূচক সাধারণত বিপরীত মুখে হাঁটা দিতে দেখা যায়।

Share it