ইজরায়েলি দূতাবাসের (Israel Embassy) সামনে IED বিস্ফোরণের সঙ্গে ইরানি যোগসূত্র খুঁজে পেল দিল্লি পুলিশ। শনিবার সকালে এলাকায় তল্লাশি চালানোর সময় ঘটনাস্থল থেকে একটি চিঠি খুঁজে পান গোয়েন্দা কর্তারা।
Delhi: A team of the Special Cell of Delhi Police outside Israel Embassy where a low-intensity explosion occurred yesterday. pic.twitter.com/JiafPd200N
— ANI (@ANI) January 30, 2021
জানা গেছে, সেই চিঠিটি ইজরায়েলি রাষ্ট্রদূতকে উল্লেখ করে লেখা। তাতে লেখা আছে, ‘এটা শুধু ট্রেলার মাত্র…’। চিঠি দুই ইরানির হত্যার কথাও উল্লেখ রয়েছে। ইরানি জেনারেল কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধের কথাও লেখা রয়েছে সেই চিঠিতে। আর এর ফলেই এই বিস্ফোরকাণ্ডে ইরানি যোগসূত্র রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
Delhi: A crime investigation team of Delhi Police visits the spot where a low-intensity explosion occurred near Israel Embassy on Jan 29. pic.twitter.com/r73muMIUKC
— ANI (@ANI) January 30, 2021
এদিকে তাদের দূতাবাসের সামনে এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে মনে করছে ইজরায়েল প্রশাসন। সেদেশের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনাকে তাঁরা জঙ্গি হামলা বলেই মনে করছেন। দূতাবাসের সুরক্ষায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা কঠোর করা হয়েছে রাষ্ট্রদূতেরও।
#WATCH | Delhi Police Special Cell team outside Israel Embassy in New Delhi where a low-intensity explosion took place yesterday. pic.twitter.com/mmpNbhDkV4
— ANI (@ANI) January 30, 2021
বিস্ফোরণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে কথা হয়েছে ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে। তদন্তে ভারতকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতের তরফেও নিরাপত্তা ও তদন্তে কোনও ফাঁর রাখা হচ্ছে না বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার চাদরে। ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্তে সেদেশের বিশেষ পুলিশ প্রতিনিধি দল শনিবারই দিল্লি আসছে।
#WATCH | Delhi Police Special Cell team outside Israel Embassy in New Delhi where a low-intensity explosion took place yesterday. pic.twitter.com/mmpNbhDkV4
— ANI (@ANI) January 30, 2021
ইজরায়েলের পাশাপাশি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট (US Secretary of State) অ্যান্টনি জে ব্লিংকেন-এর সঙ্গেও বিস্ফোরণের ঘটনা নিয়ে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Delighted to speak with my good friend EAM Dr S Jaishankar to discuss US-India priorities.We reaffirmed importance of US-India relationship & discussed ways we can better seize new opportunities & combat shared challenges in Indo-Pacific & beyond:US State Secretary Antony Blinken https://t.co/zpe5P53WV2
— ANI (@ANI) January 29, 2021
শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটে এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েল দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ (Delhi Blast) ঘটে। বিস্ফোরণের তীব্রতা কম থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কেকটি গাড়ির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিটিং রিট্রিটের অনুষ্ঠান চলছিল৷ সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গির তল্লাশি শুরু করেছে পুলিশ।