নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবিলম্বে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরান। এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। সোমবার বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এমন আর্জি জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে সংঘাত আগেই পৌঁছেছে দিল্লির দরবারে। এবার সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড় সম্পর্কে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার’।
সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিন ভাষণ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সময়ে সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ভাষণ শেষ করে লোকসভা সাংসদের বসার প্রথম সারির আসনের দিকে এগিয়ে আসেন। সেখানে বসে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। রামনাথ কোবিন্দ তৃণমূল সাংসদকে বলেন, “আপনাকে আজ বেশ হাসি খুশি দেখাচ্ছে।” এর পরেই তৃণমূল সাংসদ সরাসরি বলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরান। না হলে, সংসদীয় গণতন্ত্র বিপন্ন হচ্ছে।”
জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার তাঁর সঙ্গে সংঘাত বেঁধেছে রাজ্যের। আগেও দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ক্ষোভ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি অনুরোধ করেছিলেন, ‘রাজ্যপালকে সংযত হতে বলুন।’ তবে এখন আর সংযত হওয়ার বার্তা নয়, সরাসরি বদলির আর্জি জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিরুদ্ধে এত অভিযোগ উঠলেও ধনখড় বরাবর দাবি করেছেন, তিনি অসাংবিধানিক এবং এক্তিয়ার বহির্ভূত কোনও কাজ করেননি।