নিউজ ওয়েভ ইন্ডিয়া: এখনও সঙ্কটজনক তবে আপাতত স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। সামগ্রিকভাবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তাঁর। রবিবার সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নবতিপর সঙ্গীতশিল্পীর রক্তচাপ কম। তবে ভাসোপ্রেসার সাপোর্টে স্বাভাবিক রাখা হয়েছে। হৃদস্পন্দনও অনিয়মিত রয়েছে। তার জন্য ওষুধ চলছে। বাইরে থেকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে শিল্পীকে।
চিকিৎসকেরা জানাচ্ছেন, কিংবদন্তি সংগীতশিল্পীর মাল্টি অর্গান ডিসফাংশনিং রয়েছে। তবে তিনি সজ্ঞান ও সচেতন অবস্থাতেই আছেন। প্রসঙ্গত, বর্ষীয়ান শিল্পীর মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ। রয়েছেন নেফ্রোলজি, অর্থোপেডিক্স, পালমনোলজি বিভাগের চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে চোট পান সন্ধ্যা মুখোপাধ্যায়। পরে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। রাজ্য সরকারের উদ্যোগে তাঁকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।