নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রতীক্ষার অবসান। রাজ্যে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের কোভিড পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলে দেওয়া হচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে অফলাইনে। পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় চালু হবে। ছেলেমেয়েরা যাতে সরস্বতী পুজোর আয়োজন ও আনন্দ করতে পারে, তাই ৩ তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। পুজোর আগে দুদিন তারা প্রস্তুতির সময় পাবে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, “রাজ্য সরকারের স্টুটেন্ড ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২২ শুরু হচ্ছে। যারা বাংলায় বাস করেন এবং স্নাতক পাশ করেছেন ৬০ শতাংশ নম্বর পেয়ে, তাঁরা এই স্কিমে আবেদন করতে পারবেন। ৪০ বছরের কম বয়সীরা এই স্কিমে আবেদন করতে পারবেন। বছরে ছয় হাজার করে ইন্টার্ন নেওয়া হবে। তাদের সার্টিফিকেট দেওয়া হবে। এটা উন্নততর মানুষ তৈরির লক্ষ্য আমাদের।”
এছাড়াও বাংলায় জয়হিন্দ বাহিনী তৈরি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথমে চারটি জোনে ভাগ করে এই বাহিনী তৈরি হচ্ছে। জঙ্গলমহল, শিলিগুড়ি-উত্তরবঙ্গ, কলকাতা ও ব্যারাকপুরে এই বাহিনী থাকবে। আজাদ হিন্দ বাহিনীর ধাঁচে তৈরি পোশাক দেওয়া হবে এই বাহিনীর সদস্যদের।”