Share it

কৃষিবিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র বিতর্কের মধ্যেই রাজ্যসভার পাশ হয়েছে কৃষি বিল। কৃষি ক্ষেত্রে সংস্কারের বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন তাঁর মন্ত্রিসভার সদস্য। দেশজুড়ে এই বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। সরব বিরোধীরাও। এমন পরিস্থিতিতে এই ‘ঐতিহাসিক’ বিল নিয়ে সোমবার রীতিমতো জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


নরেন্দ্র মোদীর দাবি, এই বিলগুলি ঐতিহাসিক৷ দেশের কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের জন্য এই বিলগুলি অত্যন্ত জরুরি৷ বিরোধীদের একহাত নিয়ে মোদী বলেন, কৃষকদের ওপর নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাবে বলে কিছু মানুষ ভয় পাচ্ছে৷ তাই কৃষকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করার চেষ্টা করছে৷


এদিন ভার্চুয়াল কনফারেন্সে বিহারে ঘর তক ফাইবার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই ফের একবার এই বিল নিয়ে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, “একুশ শতকে দাঁড়িয়ে কৃষকদের আয় বাড়াতে, তাঁদের আর্থিক অবস্থার উন্নতি করতে এই বিল অত্যন্ত সহায়ক। এই বিল আইনে পরিণত হলে দেশের যে কোনও প্রান্তে নিজেদের ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা।”


কৃষি মাণ্ডি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গত ৫-৬ বছরে, সরকার ক্রমাগত চেষ্টা করেছে কৃষি মাণ্ডিকে আরও উন্নত ও অত্যাধুনিক করার৷ তার জন্য কম্পিউটারাইজেশন করা হয়েছে মাণ্ডিগুলির৷ যারা বলছে, এই নয়া সংস্কারে কৃষি মাণ্ডিগুলি বিপদে পড়বে, তারা কৃষকদের ভুল বোঝাচ্ছে৷ কৃষকদের দুর্বলতার সুযোগ নিচ্ছিল কিছু স্বার্থান্বেষী মানুষ৷ তাই এই বিল জরুরি ছিল৷”

Share it